৭০ বছরের সংসার, হাত ধরেই চিরবিদায় দম্পতির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৭০ বছরের সংসার, হাত ধরেই চিরবিদায় দম্পতির



বিয়ের পর ৭০ বছর পার করেছেন একসঙ্গে। সম্প্রতি মারা গেছেন দুজনই। আর মৃত্যুর সময় পরস্পরের হাতে হাত রেখেই হাসপাতালের বিছানায় পরপারে চলে গেলেন।

আর এমন প্রেমের দৃষ্টান্ত রেখে গেলেন ৯২ বছর বয়সী ফ্র্যান্সিস আর্নেস্ট প্ল্যাটেল ও তার ৯০ বছর বয়সী স্ত্রী নরমা জুন প্ল্যাটেল।বর্তমানে অস্ট্রেলিয়ার এই দম্পতিকে নিয়ে আলোচনা চলছে পুরো দুনিয়াজুড়ে।

নরমা দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন। ফ্র্যান্সিসও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দুজনকে একই ঘরে রাখা হয়। দুজনের বিছানা ছিল পাশাপাশি। চিকিৎসা চলছিল তাদের। হঠাৎ একদিন নরমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করেন তিনি। ফ্র্যান্সিসও অস্থির হয়ে ওঠেন। প্রায় একই সময়।

জানা যায়, দেখাশোনার দায়িত্বে থাকা নার্স ১০ মিনিট পর পর তাদের পরীক্ষা করছিলেন। সেই নার্সই দশ মিনিটের ব্যবধানে পরীক্ষা করতে এসে দেখেন, দু'জনের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। চিকিৎসকরা দুজনের মৃত্যুর সঠিক মুহূর্ত জানাতে পারেননি। তাই দু'জনের মৃত্যু প্রায় একসঙ্গে বলেই ধরা হয়েছে।


কোন মন্তব্য নেই