বসুন্ধরা সিটির ফুড কোর্টে অভিযান: ৩১ লাখ টাকা জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বসুন্ধরা সিটির ফুড কোর্টে অভিযান: ৩১ লাখ টাকা জরিমানা


রাজধানীর বসুন্ধরা সিটিতে ফুড কোর্টে অভিযান চালিয়ে নানা অনিয়মের জন্য বিভিন্ন খাবারের দোকানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।


সোমবার (২৮ জানুয়ারি) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে বেশকয়েকটি রেস্তোরাকে ১৪টি দোকানকে আর্থিক জরিমানা করা হয়।

ফুড কোর্টের প্রায় প্রতিটি দোকানের সামনে র‌্যাব সদস্য অবস্থান নেওয়ায় দোকানিদের কেউ বের হয়ে বা বন্ধ করে চলে যেতে পারেননি। র‌্যাবের সঙ্গে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই’র প্রতিনিধিও ছিলেন অভিযানে।
প্রথমে ‘মিডনাইট সান’ ও ‘ঢাকাইয়া ৯৬’ এ অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান দুটি বন্ধও করে দেয় র‌্যাব।

এছাড়া মোগল দরবারকে তিন লাখ টাকা, ইন্ডিয়ান হট মাসালাকে তিন লাখ টাকা, দিল্লী স্পাইসিকে তিন লাখ টাকা, ইন্ডিয়ান দরবারকে তিন লাখ টাকা, এলএফসি স্পাইসি দোসাকে তিন লাখ টাকা, ইন্ডিয়ান হান্ডিকে এক লাখ টাকা, কাবালা সী ফুডকে এক লাখ টাকা, কোরিয়ান ক্লোজিকে এক লাখ টাকা, দোসা কিংকে তিন লাখ টাকা, বিএফসিকে এক লাখ টাকা, টাংগি এন্ড টামিকে দুই লাখ টাকা ও দিল্লী দরবারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।



র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় মেয়াদ উত্তীর্ণ খাবার, কাপড়ের রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এই জরিমানা করা হয়েছে। তবে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।- Channel 24

কোন মন্তব্য নেই