পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেবেন পররাষ্ট্রমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেবেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি অনিবাসী বাংলাদেশীদেরকেও (Non Resident Bangladeshi-NRB) এখানে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করা হবে। আজ মঙ্গলবার তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর একটি প্রতিনিধি দলকে এ আশ্বাস দিয়েছেন। ডিবিএর সভাপতি মোঃ শাকিল রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি পরররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস দেন। ডিবিএ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ডিবিএর প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। তারা বলেন, তিনি (ড. মোমেন) পররাষ্ট্র মন্ত্রী হওয়ায় পুঁজিবাজারের প্রতিটি সদস্য আনন্দিত ও গর্বিত। কারণ এই প্রথম পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।


ডিবিএ সভাপতি মোঃ শাকিল রিজভী দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশ, বিশেষ করে এই বাজারে বিদেশি ও অনিবাসী বাংলাদেশীদের বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন।




তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে। যে হারে আমাদের অর্থনীতির আকার বড় হচ্ছে, সে হারে পুঁজিবাজারের আকার বড় হয়নি। তাই এই বাজার বিকাশের অনেক সুযোগ রয়েছে। বাজার শক্তিশালী হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবে।


উল্লেখ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। একজন সফল কূটনীতিক ড. মোমেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে তার বিশেষ পরিচিতি ও যোগাযোগ রয়েছে।


সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ডিবিএ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, তিনি এবং তার মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক শক্তি, বিনিয়োগের পরিবেশ, সম্ভাবনা ও সুযোগের তথ্য তুলে ধরা হবে।


তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে গিয়ে তিনি অর্থনৈতিক কূটনীতিকে (Economic Diplomacy) প্রাধান্য দেবেন। পুঁজিবাজারসহ দেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এ বিষয়ে কাজ করতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেবেন।




তিনি বলেন, পুঁজিবাজারসহ বেসরকারি খাতের উন্নয়নে তিনি মাঝেমধ্যেই ডিবিএ প্রতিনিধি দলকে তার কার্যালয়ে ডাকবেন। তাদের সঙ্গে মত বিনিময় করবেন।


ডিবিএ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিচার্ড ডি রোজারিও, পরিচালক মোহাম্মদ আলী, মোঃ সাজেদুল ইসলাম, ডা. টিটু, ওমর হায়দার খান, রেদোয়ানুল ইসলাম এবং সংগঠনের সেক্রেটারি দিদারুল ইসলাম।

কোন মন্তব্য নেই