কেন গ্রেফতার হলেন সিএমএসএফের চেয়ারম্যান নজিবুর রহমান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেন গ্রেফতার হলেন সিএমএসএফের চেয়ারম্যান নজিবুর রহমান

 

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকার রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিভিন্ন সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


গোয়েন্দা সূত্র জানায়, মূলত একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন নজিবুর রহমান। সোমবার তাকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। গত ৫ আগস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর নজিবুরকে আসামি করে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, প্রাথমিকভাবে সেই তথ্য জানায়নি গোয়েন্দা পুলিশ।


২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।


মুখ্য সচিব থেকে অবসরে যাওয়ার পর তাকে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান বানানো হয়। পুঁজিবাজারের ব্যাপারে ন্যূনতম অভিজ্ঞতা না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, এই পরিচয়ে তাকে দেওয়া হয় এই পদ। পুঁজিবাজার থেকে এসব সুবিধা নেওয়ার ব্যাপারে তাকে সহায়তা করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্যবিদায়ী চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।


নজিবুর ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে।

কোন মন্তব্য নেই