মালদ্বীপে বিশাল বিনিয়োগ ভারতের, মিটছে ‘কূটনৈতিক বিরোধ’! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালদ্বীপে বিশাল বিনিয়োগ ভারতের, মিটছে ‘কূটনৈতিক বিরোধ’!

 

এবার ৪০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে হাত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুইজ্জুর ভারত সফরের মধ্য দিয়ে মিটমাটের পথে যাত্রা করলো দীর্ঘ এক বছরের কূটনৈতিক বিরোধ।

ভারত সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ অক্টোবর) সকালে নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। এরপর এককালের তীব্র ভারত বিদ্বেষী মুইজ্জুকে রাষ্ট্রপতি ভবনে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। পরে মুইজ্জুর বৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদি আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে।


মোদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে  ভারতকে মালদ্বীপের বন্ধু বলেছেন মুইজ্জু। চীনের বন্ধু হিসেবে পরিচিত এই নেতা আরও বলেন, কোনো কাজে ভারতের যেনো ক্ষতি না হয় সেই বিষয় মাথায় রেখে চলে মালদ্বীপ। মোদিও আশ্বস্ত করেন, আগের মতো ভবিষ্যতেও মালদ্বীপের পাশে থাকবে ভারত। সেইসাথে, বিভিন্ন প্রকল্পে এক অপরকে সহায়তা দেবে দুই দেশ।


চারমাসের মধ্যে ভারতের মুইজ্জুর দ্বিতীয় সফর এটি। ভারত সফর শেষে মুইজ্জু মালদ্বীপ ফিরে যাবেন আগামী ১০ অক্টোবর।

কোন মন্তব্য নেই