শিক্ষার্থীদের ওপর হামলা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিক্ষার্থীদের ওপর হামলা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

 

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


জানা যায়, এদিন দুপুর সাড়ে ৩টায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভৈরব দুর্জয় মোড়ে জড়ো হতে থাকে। এসময় তারা আওয়ামী সন্ত্রাসীদের বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তুলে।


শিক্ষার্থীদের উপস্থিতিতে একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব বাজারের দিকে অগ্রসর হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু স্মরণীর আইস কোম্পানির মোড়ে অবস্থান নেয়। এসময় তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেয়। পরে বিক্ষোভ মিছিলটি ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে এসে পুনরায় প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।


এসময় বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাতদিনের আল্টিমেটাম দিয়ে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পদধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। হামলায় মামুন নামের একজনের হাত কেটে ফেলা হয়েছে। হামলাকারীদের অনেকেই গা ঢাকা দিলেও কেউ কেউ এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।


এছাড়াও প্রশাসনকে নিজেদের স্বচ্ছতার পরিচয় দিতে দ্রুত সময়ের মধ্যে মামুনসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

কোন মন্তব্য নেই