চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী


 এবার যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী। আজই শুরু হলো বিশ্বের এই মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা। বিভিন্ন ক্যাটাগরিতে সপ্তাহব্যাপী চলবে এই ঘোষণা। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় যৌথভাবে নোবেল পুরস্কারের জন্যে ঘোষণা করা হলো যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুনের নাম। 

মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকাবিষয়ক গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করে।


গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান হাঙ্গেরিয়ান বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও তার মার্কিন সহকর্মী চিকিৎসক ড্র ওয়াইজম্যান। করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় এই দুই বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়।


মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাহিত্যে নোবেল ঘোষণা অব্যাহত রয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে ১৪ অক্টোবর।


উল্লেখ্য, ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে ২০২৩ মাল পর্যন্ত চিকিৎসাশাস্ত্রে ১১৪ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পেয়েছেন ২২৭ জন বিজ্ঞানী ও চিকিৎসক।

কোন মন্তব্য নেই