লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ অক্টোবার) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলিসির ১৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোন লিমিটেডে ১৭ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড।


আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

কোন মন্তব্য নেই