পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না: বাণিজ্য উপদেষ্টা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না: বাণিজ্য উপদেষ্টা

 

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পণ্যের দাম একবার বাড়লে তা না কমার রীতি এখন থেকে আর চলবে না। বাজারের পরিস্থিতি যাতে জনগণের জন্য আরো সুখকর হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।


রোববার (০১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোলট্রি খাতের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।


এসময় ডিম ও মুরগির দাম নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের ব্যবধান কমাতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর এখন থেকে নিয়মিত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করবে। ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশন বাজার মনিটরিং করবে।


জ্বালানি তেলের দাম কমিয়ে উৎপাদন খরচ কমানোর বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পরিবহনসহ অন্যান্য খরচ কমলে তা পণ্যের দামে প্রতিফলিত হতে হবে। বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে কমে না—এমনটা চলবে না।


ডিম ও পোলট্রি খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেকে চেষ্টা করবে বেশি দামে বিক্রি করতে। কিন্তু সিন্ডিকেট করে ব্যবসা করা আর সম্ভব হবে না।


এ সময় বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেয়াজুল হকসহ দেশের পোলট্রি খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই