পাঁচ কোম্পানির কারণে নেতিবাচক দৃশ্য শেয়ারবাজারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাঁচ কোম্পানির কারণে নেতিবাচক দৃশ্য শেয়ারবাজারে

 

টানা চার কর্মদিবস পতন হল শেয়ারবাজারে। বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) নেতিবাচক কম হয়েছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারে সূচক যে পরিমাণ কমেছে তার সবটুকুই কমেছে ৫ কোম্পানির কারণে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- বৃটিশ আমেরিকান ট্যোবাকো, রেনেটা, স্কয়ার ফার্মা, রবি আজিয়াটা এবং ইস্টার্ন ব্যাংক।


বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি


এই কোম্পানির মাধ্যমে আজ ডিএসইর সূচক কমেছে ২.৬৮ পয়েন্ট। আজ বাজার পতনে এই কোম্পানি সবচেয়ে বেশি অর্থাৎ ২৫.৭১ শতাংশ ভূমিকা রেখেছে। আগেরদিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১৬ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ৪১১ টাকা ৮০ পয়সায়। । আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা।


রেনেটা


রেনেটার মাধ্যমে আজ ডিএসইর সূচক ২.৫২ পয়েন্ট কমেছে। আজ বাজার পতনে এই কোম্পানি দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ২৪.১৮ শতাংশ ভূমিকা রেখেছে। আগেরদিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৯৬ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ৭৮৫ টাকা ৫০ পয়সায়। । আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা ৬০ পয়সা।


স্কয়ার ফার্মা


স্কয়ার ফার্মার মাধ্যমে আজ ডিএসইর সূচক কমেছে ২.৪৪ পয়েন্ট। আজ বাজার পতনে এই কোম্পানি তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ২৩.৪১ শতাংশ ভূমিকা রেখেছে। আগেরদিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩১ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ২৩০ টাকা ৫০ পয়সায়। । আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা কমেছে।


ডিএসই’র পতনে আরো দুইটি কোম্পানির বড় ভূমিকা রয়েছে। কোম্পানি দুটির মধ্যে আজ ডিএসইর সূচক কমিয়েছে রবি আজিয়াটা ১.৭৯ পয়েন্ট এবং ইস্টার্ন ব্যাংক ১.২০ পয়েন্ট।


বাজার বিশ্লেষকরা বলছেন, আজ শেয়ারবাজারে নেতিবাচকতার পরিমাণ সামান্য ছিল। বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যাদের শেয়ার দর বাড়লে এই নেতিবাচক দৃশ্য দেখা লাগত না। বিনিয়োগকারীদের উচিত বাজারকে সামনের দিকে এগিয়ে নিতে ভালো কোম্পানির শেয়ার কেনা। কারো কথায় বা পরামর্শে নয় নিজের সিদ্ধান্তে শেয়ার কিনতে হবে। তবেই বাজার তার স্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়ে যাবে।

কোন মন্তব্য নেই