কানাডার দাবানল আগুনে বিপর্যস্ত এলাকায় পর্যটকদের ড্রোন, ‘দায়িত্বহীন’ বললেন কর্তৃপক্ষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানাডার দাবানল আগুনে বিপর্যস্ত এলাকায় পর্যটকদের ড্রোন, ‘দায়িত্বহীন’ বললেন কর্তৃপক্ষ

 

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া। প্রদেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অগ্রসরমান আগুন থেকে বাঁচতে বাড়ি থেকে সরছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে দাবানল দেখতে জড়ো হচ্ছেন অনেক পর্যটক। ছবি ও ভিডিও ধারণের জন্য আকাশে উড়াচ্ছেন ড্রোন।


দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার কর্মকর্তারা দায়িত্বহীন ‘দাবানল পর্যটকদের’ ওই এলাকায় ড্রোন ওড়ানো বন্ধের আহ্বান জানিয়েছেন।


জরুরি পরিষেবা নির্বিঘ্ন রাখতে দাবানল দেখতে আসা পর্যটক ও ড্রোন অপারেটরদের দূরে থাকতে বলেছেন তারা। আগুন নেভাতে আকাশপথে কিছু ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু ড্রোনের কারণে কর্মীরা বাধাপ্রাপ্ত হচ্ছেন।


গতকাল শনিবার (১৯ আগস্ট) ব্রিটিশ কলাম্বিয়ার বনমন্ত্রী ব্রুস র‌্যালস্টন বলেন, আগুনের বিরুদ্ধে লড়াইয়ে থাকা এয়ার ক্রুদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে ড্রোন। সক্রিয় দাবানলের ছবি তোলার সময় নয় এখন। এ আচরণ শুধু ‘দায়িত্বজ্ঞানহীন’ই নয়, অগ্নিকাণ্ডের এলাকায় এগুলো উড়ানো বেআইনি।


স্যোশাল মিডিয়ায় অনেক পর্যটক দাবানলের অভিজ্ঞতা পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, আগুন দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছেন।


এছাড়া স্থানীয় হ্রদগুলো পরিষ্কার রাখতে বলা হয়েছে। কারণ আগুন নেভানোর জন্য এসব হ্রদ থেকে উড়োজাহাজে করে পানি তোলা হচ্ছে।


এদিকে ব্রিটিশ কলম্বিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী বোউইন মা বলেছেন, কেলোনা শহর ও ওকানাগান উপত্যকার একটি বড় অংশজুড়ে দাবানল অত্যন্ত অগ্রসরমান। প্রায় ৩০ হাজার বসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আরো ৩৬ হাজারকে সরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই