মেসির রেকর্ড ৪৪তম শিরোপায় মিয়ামিতে উচ্ছ্বাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেসির রেকর্ড ৪৪তম শিরোপায় মিয়ামিতে উচ্ছ্বাস

 

পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের ফুটবলে যাত্রা করা ইন্টার মিয়ামি পেল প্রথম শিরোপার স্বাদ। বাংলাদেশ সময় আজ রোবাবর (২০ আগস্ট) ভোরে অনুষ্ঠিত লিগস কাপ ফাইনালে ন্যাশভিল এসসিকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মিয়ামি।



ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের হাতে গড়া এই ক্লাবটি প্রতিষ্ঠার পর প্রথম কোনো শিরোপা জিতল। মিয়ামিতে এই আনন্দ ও উচ্ছ্বাসের উপলক্ষ্য এনে দিয়েছেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। গত মাসেই মিয়ামিতে নাম লেখানো ৩৬ বছর বয়সী মেসি নতুন ক্লাবের হয়ে রয়েছেন অবিশ্বাস্য ফর্মে। সাত ম্যাচে ১০ গোল করে তিনিই মিয়ামির এই সাফল্যের রূপকার। একাধিক ম্যাচেই তিনি একক নৈপুন্যে গোল করে দলকে জিতিয়েছেন। ফাইনালেও দলের একমাত্র গোল করেন। পরে টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক।



সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসির ক্যারিয়ারে এটা ৪৪তম শিরোপা। এত বেশি শিরোপা জয়ের রেকর্ড নেই আর কোনো খেলোয়াড়ের। এর মধ্য দিয়ে মেসির ট্রফি ক্যাবিনেট আরো সমৃদ্ধ হলো। বার্সায় দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেসকে পেছনে ফেলে মেসিই এখন এককভাবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের কীর্তি গড়লেন। ব্রাজিলীয় ফুটবলার আলভেস যৌন নিপীড়নের অভিযোগে বর্তমানে কারাগারে আছেন। আলভেস জিতেছেন ৪৩টি শিরোপা। তাকে ছাড়িয়ে মেসির শিরোপা এখন ৪৪টি।



বার্সেলোনার হয়েই ৩৫টি শিরোপা জিতেছেন মেসি (লা লিগা ১০টি, কোপা দেল রে ৭টি, সুপার কোপা ৮টি, চ্যাম্পিয়নস লিগ ৪টি, উয়েফা সুপার কাপ ৩টি, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩টি)। পিএসজির হয়ে দুই মৌসুম খেলে তিনটি শিরোপা জিতেছেন। ফ্রেঞ্চ লিগ শিরোপা ২টি এবং ট্রফি দে চ্যাম্পিয়নস ১টি। ইন্টার মিয়ামির হয়ে সাত ম্যাচ খেলে জিতেছেন ১টি শিরোপা।



এছাড়া, আর্জেন্টিনার হয়ে একবার করে জিতেছেন ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, অলিম্পিক স্বর্ণ ও যুব বিশ্বকাপ শিরোপা।


মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত লিগস কাপ টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার মেসি। সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। ইন্টারের জয়ের সবচেয়ে বড় নায়ক যে মেসি, সেটি সতীর্থরাও বুঝিয়ে দিলেন। জয় শেষে তাকে শূন্যে ছুড়ে আনন্দ করেছেন মিয়ামির খেলোয়াড়রা।


শিরোপা জয়ের পর মেসি বলেছেন, সবে শুরু!



শিগগিরই আরেকটি শিরোপা জয়ের হাতছানি মেসিদের সামনে। বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটির মুখোমুখি হবে মিয়ামি। জিতলে আরেকটি ফাইনাল ও আরেকটি শিরোপার জয়ের সুযোগ তৈরি হবে। জিতলে মেসির নামের পাশে লেখা হবে ‘৪৫’তম শিরোপা। 

কোন মন্তব্য নেই