১০০ মিটার স্প্রিন্টের সেমিতে উঠতে পারেননি ইমরানুর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০০ মিটার স্প্রিন্টের সেমিতে উঠতে পারেননি ইমরানুর

 

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার শুরু হওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারী রাউন্ডে উঠে ইতিহাস গড়েন বাংলাদেশের ইমরানুর রহমান। তিনি ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে তাঁর হিটে প্রথম স্থান অর্জন করেন, যা আগে কোনো বাংলাদেশি করতে পারেননি। যদিও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি।


 


শনিবার রাত ১১টা ৪৩ মিনিটে দ্বিতীয় রাউন্ডের হিটে টাইমিংয়ে উন্নতি করেও সেমিতে উঠতে পারেননি তিনি। তার টাইমিং ১০.৪১ সেকেন্ড। ৬ নম্বর হিটে ৮ জনের মধ্যে তিনি সপ্তম হয়েছেন। আর সব মিলে ৫৫ জনের মধ্যে হয়েছেন ৪৫তম। এই ৫৫ জনের মধ্যে সেমিফাইনালে উঠেছেন ২৪ জন, যাদের মধ্যে সবশেষ জনের টাইমিং ১০.২০ সেকেন্ড।


 


ইমরানুরের হিটে তার পাশাপাশি দৌড়াচ্ছিলেন ইতালির মার্সেল জ্যাকবস, যিনি বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ১০.১৫ সেকেন্ড টাইমিং করে সেমিফাইনালে উঠেছেন জ্যাকবস।  


 


দ্বিতীয় রাউন্ডে মোট হিট ছিল ৭টি। প্রতি হিটের শীর্ষ ৩ জনসহ দ্রুততম টাইমিং করা আরো তিনজন সেমিফাইনালে উঠেছেন। আজ রাতে ১০০ মিটারের সেমিফাইনাল ও ফাইনাল। সেমিফাইনালে উঠেছেন ফেভারিট নোয়াহ লাইলস, ফার্দিনান্দ ওমানিয়ালা, ফ্রেড কার্লি, রোহান ওয়াটসন, আকানি সিমবিনে, ঝারনেল হিউজ, ওলিক সেভিলা।





 


গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে ওঠা হয়নি। ব্যাংককে ওই প্রতিযোগিতায় সেমিফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। তার আগে সেমিতে ওঠার হিটে ১০.২৫ সেকেন্ড টাইমিং করে নিজের হিটে দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন। এবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি তিনি।

কোন মন্তব্য নেই