আমিরাতে হাউছিদের হামলার মধ্যেই ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আমিরাতে হাউছিদের হামলার মধ্যেই ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 

সংযুক্ত আরব আমিরাতে হাউছিদের হামলার মধ্যেই একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতেরে ওপর হাউছিদের মিসাইল হামলার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন এক শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।


মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক ফোন কলের মাধ্যমে আবুধাবির যুবরাজ আবু বিন জায়েদ আল নাহিয়ানকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের নৌ-বাহিনীকে সহযোগিতা করতে ইউএসএস কোল নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠাবে যুক্তরাষ্ট্র।


আবুধাবির যুবরাজকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। এ সকল যুদ্ধবিমানের মধ্যে আছে যুক্তরাষ্ট্র নির্মিত এফ-২২ র‌্যাপ্টর ও এফ-৩৫ লাইটিং টু। এসব যুদ্ধবিমান সংযুক্ত আরব আমিরাতকে বর্তমান সঙ্কট মোকাবেলায় সহযোগিতা করবে।


মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও আবুধাবির যুবরাজের ফোনালাপ থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পেন্টাগন।


পেন্টাগনের তথ্যানুসারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এসব যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ বার্তা দিচ্ছে যে তারা সংযুক্ত আরব আমিরাতের পাশে আছে। কারণ, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের মিত্র।


যুক্তরাষ্ট্রের এসব যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের আগে সংযুক্ত আরব আমিরাতে তিনবার মিসাইল ও ড্রোন হামলা করা হয়েছে দাবি করেছে হাউছিরা। ১৭ জানুয়ারি থেকে এসব হামলা চালানো হয়।


ইয়েমেনের হাউছিদের এসব হামলা চালানোর মূল কারণ ছিল তাদের ওপর সংযুক্ত আরব আমিরাত অনুগত যোদ্ধাদের আক্রমণ। হাউছিরা যখন জ্বালানি তেল সমৃদ্ধ মারিব অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করছে তখন ওই আমিরাত অনুগত ও সমর্থনপুষ্ট ইয়েমেনি যোদ্ধারা তাদের প্রতিরোধ করেছে। হাউছি যোদ্ধারা গত বছর থেকেই মারিব অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করছে। যদিও হাউছিরা হুমকি দিয়েছে যে এ ধরনের আক্রমণ চলতে থাকলে তারা সংযুক্ত আরব আমিরাতে আবারো হামলা করবেন। কিন্তু, তারপরেও দু’পক্ষের সঙ্ঘাত চলছে।


সূত্র : আল-জাজিরা, মিডল ইস্ট মনিটর

কোন মন্তব্য নেই