মার্কিন নিষেধাজ্ঞায় হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি কমেছে ৮১% - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন নিষেধাজ্ঞায় হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি কমেছে ৮১%


বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হওয়ার পথে ঠিকভাবেই এগোচ্ছিল। বেশ কয়েকটি বাজারে স্যামসাং ও অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল চীনা প্রযুক্তি জায়ান্টটি। ২০২০ সালে করোনা মহামারীর মধ্যেও ১৮ কোটি ৮৫ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। কিন্তু ২০২১-এ হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি পূর্ববর্তী বছরের চেয়ে কমেছে ৮১ শতাংশ। খবর ফোন এরেনা।


২০১৯ সালে ২৪ কোটি ৬ লাখ ফোন বিক্রি করে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল হুয়াওয়ে। সে বছর শীর্ষ স্মার্টফোন বিক্রেতা স্যামসাংয়ের হ্যান্ডসেট বিক্রি হয়েছিল ২৯ কোটি ৮০ লাখ ইউনিট। তৃতীয় স্থানে থাকা অ্যাপলের বিক্রি হয়েছিল ১৯ কোটি ৮১ লাখ ইউনিট।


জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ২০১৯-এর মাঝামাঝিতেই হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় উপকরণ পেতে সমস্যায় পড়ে চীনা প্রযুক্তি জায়ান্টটি। এমনকি নিষেধাজ্ঞার তালিকায় ওঠার কারণে সার্চ, ম্যাপস ও প্লে স্টোরের মতো বিভিন্ন গুগল অ্যাপ ব্যবহার করতে পারছিল না হুয়াওয়ে। চীনের বাজারে এটা তেমন সমস্যার কারণ না হলেও বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।


টেলিযোগাযোগ ও প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান ওমডিয়ার উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে হুয়াওয়ের হ্যান্ডসেট বিক্রি ৮১ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ ইউনিট। ২০২০ সালে হুয়াওয়ের বাজার হিস্যা যেখানে ছিল ১৫ শতাংশ, তা ২০২১-এ দাঁড়িয়েছে ৩ শতাংশ।

কোন মন্তব্য নেই