আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী আদানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী আদানি


ভারতের গৌতম আদানি আরেক ভারতীয় মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন। খবর সিএনএনের

 ব্লুমবার্গের শতকোটি মার্কিন ডলারের মালিকদের হালনাগাদ যে তালিকা তাতে দেখা যাচ্ছে, গৌতম আদানির সম্পদের পরিমাণ ৮ হাজার ৮৫০ কোটি ডলার। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ৫৯ বছর বয়সী ভারতীয় ধনকুবের গৌতম আদানির অধীন রয়েছে একাধিক বন্দর, মহাকাশপ্রযুক্তি, তাপশক্তি ও কয়লার ব্যবসা।



সিএনএন আরও জানিয়েছে, করোনাভাইরাস মহামারিতে বিশ্বের অন্য অনেক শতকোটিপতির মতো গৌতম আদানির সম্পদের পরিমাণও ফুলেফেঁপে ওঠে। গত বছর আদানির সম্পদ চার হাজার কোটি মার্কিন ডলার সমপরিমাণ থাকলেও এক বছরের মাথায় তা হু হু করে বেড়ে প্রায় ৯ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে। এভাবে সম্পদ বাড়ার মধ্য দিয়ে তিনি ভারতের জ্বালানি ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা মুকেশ আম্বানিকে টপকে বিশ্বের দশম শীর্ষ ধনীর স্থানটি দখলে নিয়েছেন।


মহামারির সময় ভারতের পুঁজিবাজারে অভাবনীয় ভালো করেছে আদানি গ্রুপ। ওই বছরের জুনে মুম্বাইয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম এক হাজার গুণের বেশি বেড়েছে। এমন মূল্যবৃদ্ধি আদানি গ্রুপের অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিনিয়োগকারীদের আশার প্রতিফলন।

এদিকে ৮ হাজার ৭৯০ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় ১১তম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি।


ব্লুমবার্গের শতকোটিপতির তালিকায় ১৩তম স্থানে চলে গেছেন মুকেশ আম্বানি


সম্প্রতি শীর্ষ ধনীর তালিকায় বেশ কিছু রদবদল ঘটেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার শেয়ারের রেকর্ড দরপতনের পর ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এক দিনে তিন হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারিয়ে ব্লুমবার্গের শতকোটিপতির তালিকায় ১৩তম স্থানে চলে গেছেন।

কোন মন্তব্য নেই