রাশিয়ার সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ব্যাংকে সতর্কতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ার সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ব্যাংকে সতর্কতা


ইউক্রেন ইস্যু নিয়ে চলমান উদ্বেগের মধ্যে ইউরোপের ব্যাংকগুলোয় রাশিয়ার পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার আশঙ্কা করছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। এ ধরনের সাইবার হামলা মোকাবিলায় ব্যাংকগুলোকে প্রস্তুত করতে কাজ চালাচ্ছে তারা। নাম প্রকাশ না করার শর্তে ইসিবির দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।



রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান অচলাবস্থার কারণে ইউরোপের রাজনীতিক ও ব্যবসায়ী নেতারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁদের আশঙ্কা, এ মুহূর্তে যেকোনো সংঘাত পুরো অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে।


বর্তমানে ইসিবির নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী ক্রিস্টিন লাগার্দে। ব্যাংকটি ইউরোপের বড় বড় ঋণদাতা প্রতিষ্ঠানের তদারক করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসিবি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ব্যাংকগুলোয় রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা নিয়ে সতর্ক রয়েছে ইসিবি।


ওই দুই ব্যক্তির একজন জানান, এত দিন মহামারিকালে ঘটা সাধারণ সব কেলেঙ্কারিকে প্রাধান্য দিয়ে কাজ করছিল নিয়ন্ত্রক ব্যাংকটি। তবে ইউক্রেন পরিস্থিতির কারণে তাদের মনোযোগ এখন রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলার দিকে। ইতিমধ্যে সাইবার হামলা ঠেকাতে ব্যাংকগুলোর প্রতিরোধব্যবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকটি।


ইসিবির ওই কর্মকর্তা আরও জানান, সাইবার হামলা ঠেকানোর সক্ষমতা যাচাইয়ে সাইবার যুদ্ধের গেমসগুলো ব্যবহার করছে ব্যাংকগুলো।


সাইবার নিরাপত্তার দুর্বলতাকে অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে চিহ্নিত করেছে ইসিবি। তবে রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলার হুমকি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংকটি।

কোন মন্তব্য নেই