দায়িত্ব নেয়ার চারদিনের মাথায় পেরুর প্রধানমন্ত্রীকে অপসারণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দায়িত্ব নেয়ার চারদিনের মাথায় পেরুর প্রধানমন্ত্রীকে অপসারণ


পারিবারিক সহিংসতার অভিযোগে দায়িত্ব নেয়ার মাত্র চারদিনের মাথায় অপসারণ করা হয়েছে পেরুর প্রধানমন্ত্রী হেকটর ভেলার পিন্টোকে। যার ফলে আন্দিয়ান জাতিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। খবর রয়টার্স।


খবরে বলা হয়, নিজের স্ত্রী ও কন্যাকে মারধরের অভিযোগে হেকটর ভেলার পিন্টোকে অপসারণের ঘোষণা দেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। এর আগে এক সভায় বিরোধী দল এবং কয়েকজন কেবিনেট মন্ত্রী প্রধানমন্ত্রীকে সরকারে না রাখার পক্ষে মত দেন। পরবর্তীতে পেরুর পার্লামেন্ট স্পিকার তাকে পদত্যাগের আহ্বান জানান।


অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার হেকটর ভেলার পিন্টোকে অপসারণের ঘোষণা দেন প্রেসিডেন্ট। এ সময় পেদ্রো কাস্তিলো বলেন, মন্ত্রিসভায় রদবদল আনবেন তিনি। তবে ভ্যালার চলে যাবেন কিনা, জানাননি প্রেসিডেন্ট।


কাস্টিলোকে আগামী ছয় মাসের মধ্যে তার চতুর্থ মন্ত্রিসভার ঘোষণা করতে হবে। এ ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তবে, ঘোষণা কখন আসবে তা স্পষ্ট নয়।


গত বৃহস্পতিবার ভেলার পিন্টোর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে তার বিরুদ্ধে পারিবারির সহিংসতার অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে দেশব্যাপী কড়া নিন্দার মুখোমুখি হন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেন ভেলার। তার দাবি, এ ধরনের কোনো অপরাধ তিনি করেননি এবং পারিবারিক সহিংসতার জন্যও দোষী নন।

কোন মন্তব্য নেই