রাসেল-শামীমার শেয়ার স্বজনদের হস্তান্তরে সহযোগিতার নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাসেল-শামীমার শেয়ার স্বজনদের হস্তান্তরে সহযোগিতার নির্দেশ

 

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা কিছু শেয়ার তাদের আত্মীয়-স্বজনের নামে হস্তান্তর করতে চান পরিবারের সদস্যরা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির বোর্ডকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাসেল ও শামীমার আত্মীয়-স্বজনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


আদালতে ইভ্যালির বোর্ডের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।


গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যারিস্টার মাহসিব জানান, ইভ্যালি পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং ডিরেক্টরের শ্বশুর-শাশুড়ি, ভাই-বোন, শালা-সম্বন্ধী কাজ করছেন বলে তারা আদালতকে জানিয়েছেন। ইভ্যালির কাছে পাওনাদারদের অর্থ-পণ্য ফেরত দেয়ার বিষয়ে পদক্ষেপ নিতে চান তারা। এর পরিপ্রেক্ষিতেই কোর্ট নির্দেশনা দিয়েছেন, ইভ্যালির সাবেক ডিরেক্টর ও চেয়ারম্যানের যে শেয়ারগুলো আছে তার মধ্যে কিছু সংখ্যক যাতে তাদের আত্মীয়-স্বজনদের নামে হস্তান্তর করা যায় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


গত বছরের ১৬ সেপ্টেম্বর ই-কমার্স সাইট ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তারা এখনো কারাগারে রয়েছেন।


ব্যারিস্টার মাহসিব আরো জানান, পুরো হস্তান্তর প্রক্রিয়া এ দুজন জেলখানায় থাকা অবস্থাতেই হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে। শেয়ার হস্তান্তর হলে রাসেলের আত্মীয়-স্বজনরা ইভ্যালি পুনর্গঠনের পাশাপাশি পরিচালনা বোর্ডকে সহযোগিতা করবেন।

কোন মন্তব্য নেই