সাইবার হামলার শিকার নিউজ করপোরেশন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাইবার হামলার শিকার নিউজ করপোরেশন


সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে নিউজ করপোরেশন মালিকানাধীন বেশ কয়েকটি গণমাধ্যম। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক পোস্ট, ডাউ জোনস এবং একই কোম্পানির যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো। এছাড়া তাদের অন্যান্য প্রকাশনা ও ব্যবসায়িক ইউনিট হামলার শিকার হয়েছে। নিউজ করপোরেশনের আশঙ্কা, এ ঘটনার হোতা সম্ভবত চীনের হ্যাকাররা। খবর সিএনএন ও এনগ্যাজেট।


হ্যাকার গোষ্ঠী নিউজ করপোরেশনের বেশকিছু কর্মী ও সাংবাদিকের ই-মেইল হ্যাক করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র হাতিয়ে নিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, ওই সাইবার হামলার লক্ষ্য ছিল চীনের সংবাদ নিয়ে কাজ করেন, ওয়াল স্ট্রিট জার্নালের এমন কয়েক ডজন সংবাদকর্মী ও সম্পাদক। পরিকল্পিত সাইবার আক্রমণের প্রথম ঘটনাটি ২০২০ সালের ফেব্রুয়ারির বলে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মীদের ব্যবহূত ই-মেইল অ্যাকাউন্ট এবং গুগল ড্রাইভে রাখা নথিপত্র।


ভুক্তভোগী সংবাদকর্মীদের সঙ্গে কোন তথ্যগুলো বেহাত হয়েছে, সেটি নির্ধারণের জন্য বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে ফরেনসিক ডাটা নিয়ে বৈঠকে বসেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংউ। তিনি বলেন, চীন সব ধরনের সাইবার হামলা ও সাইবার চুরির কঠোর বিরোধী।


ওয়াল স্ট্রিট জার্নাল এর আগেও সাইবার হামলার শিকার হয়েছে। ২০১৩ সালে একদল চীনা হ্যাকার তাদের নেটওয়ার্কের দখল নিয়েছিল।


সম্প্রতি এফবিআই পরিচালক ক্রিস্টোফার রেই বলেন, বিশ্বের সব দেশ মিলিয়ে যতগুলো হামলা হয়েছে, চীন থেকেই তার চেয়ে বেশি সাইবার হামলা হয়েছে।


এফবিআই পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি থেকে বড় অংকের তথ্য চুরি করেছে চীন। এমন হয়েছে এফবিআইকে প্রতিদিন দুটি নতুন তদন্ত চালু করতে হচ্ছে। বৃহদাকার সাইবার হামলা পরিচালনার বড় অংকের তহবিল ও অত্যাধুনিক টুলস রয়েছে চীনের হাতে। সম্প্রতি মাইক্রোসফট এক্সচেঞ্জে একটি সাইবার হামলার মাধ্যমেই ১০ হাজারেরও বেশি মার্কিন কোম্পানির নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করেছে।


কোন মন্তব্য নেই