বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৫৭ লাখ ছাড়িয়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৫৭ লাখ ছাড়িয়েছে


বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। টালমাটাল এ পরিস্থিতিতে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ১১ হাজার ১৬৮ জনের।


করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ১৯ লাখ ১২ হাজার ৮৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫ হাজার ১৫৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩০ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৪৪৪ জন।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জনের।


আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৭৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৯৯৪ জনের।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ১৩৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৮ হাজার ১৩২ জনের।


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩১ হাজার ৩১২ জন।


পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৯৭৩ জন।


২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কোন মন্তব্য নেই