পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দিচ্ছে ফিলিপিন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দিচ্ছে ফিলিপিন্স


ফিলিপিন্সে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু করেছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানীতে টিকা কার্যক্রম শুরু করা হয়। দেশটিতে শতভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।



কেউ করছে খেলা কেউ বা আবার নাচ কেউবা গান গেয়ে আনন্দে মাতিয়ে রাখছে শিশুদের। এতে উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছে শিশুরা। এমনই মজার দৃশ্য দেখা গেছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার একটি শিশু টিকা কেন্দ্রে।


স্থানীয় সময় সোমবার দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু করে দেশটির সরকার। ছোট ছোট শিশুদের ভয় কাটাতেই এমন অভিনব পন্থা অবলম্বন করেছে তারা।


ফিলিপিন্সে মোট জনসংখ্যা ১১ কোটি যার মধ্যে ৫০ শতাংশ মানুষই করোনার টিকা গ্রহণ করেছেন। দেশটিতে শতভাগ টিকার আওতায় আনতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। দেড় কোটি শিশুকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।



ফিলিপিন্সে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দ্রুত স্কুল কলেজ খুলে দিতে শিশুদের টিকা কার্যক্রম শুরু করল দেশটির সরকার।


এদিকে ছয় মাসের বেশি এবং পাঁচ বছরের কম বয়সের শিশুদের কোভিড-১৯ টিকা ব্যবহারের জন্য মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক।


মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে এ বয়স গ্রুপের শিশুদের জন্য পাওয়া প্রথম কোভিড টিকা।

কোন মন্তব্য নেই