গৃহস্থালি পণ্য বিক্রিতে ওয়ার্লপুলকে ছাড়িয়ে গেছে এলজি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গৃহস্থালি পণ্য বিক্রিতে ওয়ার্লপুলকে ছাড়িয়ে গেছে এলজি


২০২১ সালে গৃহস্থালিতে পণ্য বিক্রিতে রেকর্ড স্পর্শ করেছে এলজি ইলেক্ট্রনিক্স। এসময়ে খাতটি থেকে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির আয় ২১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯২ কোটি ডলার বা ২৭ দশমিক ১১ ট্রিলিয়ন ওন। এর ফলে ২০২১ সালে আয়ের দিক থেকে এটি তার মার্কিন প্রতিদ্বন্দ্বী ওয়ার্লপুলকে ছাড়িয়ে গেছে।




এ সময়ে গৃহস্থালি সামগ্রী থেকে ওয়ার্লপুলের নিট আয় হয়েছে ২ হাজার ২০০ কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত এলজির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন পণ্য বিক্রির ফলে এলজির আয়ে উল্লম্ফণ দেখা গেছে।




গৃহস্থালি সামগ্রী বিক্রিতে রেকর্ড আয়ের উপর দাঁড়িয়ে এলজির মোট আয়ের পরিমাণ ৭৪ দশমিক ৭২ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে। এ আয়ের পরিমাণ আগের বছরের চেয়ে ২৮ দশমিক ৭ শতাংশ বেশি। 

কোন মন্তব্য নেই