‘চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে' - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে'


আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে।


সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে গতকাল (শনিবার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।


গ্রোসি বলেন, ভিয়েনা আলোচনায় কী ধরনের ফলাফল আসবে তা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।


তিনি আরো বলেন, ইরান এবং পাঁচ জাতির মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো বেশ জটিল, তবে অসম্ভব নয়।


আইএইএ প্রধান জোর দিয়ে বলেন, এখনো পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি তবে তারা কেউই চুক্তির ব্যাপারে আশা ছাড়েননি।


তিনি জানান, বর্তমানে অনেকগুলো জটিলতা আছে তবে আলোচনা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলো একের পর এক সমাধানের জন্য দুই পক্ষকে অবশ্যই কাজ করতে হবে।


আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ভিয়েনার পক্ষগুলো শুধুমাত্র তখনই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে যখন দু পক্ষ পারস্পরিক সহযোগিতা প্রদর্শন করতে পারবে এবং পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি মেনে চলবে।


গ্রোসি রাফায়েল বলেন, ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনার ফলে সৃষ্ট উত্তেজনা কমে যাবে এবং পরস্পরের দৃষ্টিভঙ্গি ঘনিষ্ঠ হবে। ভিয়েনা আলোচনা দুপক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সহযোগিতা করছে বলেও তিনি মন্তব্য করেন।


পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে সৃষ্ট জটিলতা নিয়ে সব পক্ষকে ধৈর্য ধরে একটি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান রাফায়েল গ্রোসি।

কোন মন্তব্য নেই