মাস্কসহ ব্যবহার করা যাবে অ্যাপলের ফেস আইডি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাস্কসহ ব্যবহার করা যাবে অ্যাপলের ফেস আইডি


ডেভেলপারদের জন্য আইওএস ১৫.৪ বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। এ সংস্করণে ফেস আইডির জন্য নতুন ফিচার যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্টটি। হালনাগাদের অংশ হিসেবে মাস্ক পরিধান অবস্থাতেও আইফোন আনলক করা যাবে। খবর গিজমোচায়না।


বর্তমানে ফেস আইডি ব্যবহারের মাধ্যমে আইফোন আনলক করতে হলে ব্যবহারকারীকে মাস্ক খুলতে হয়। কভিড-১৯ মহামারীতে মাস্ক খুলে চলাফেরা করা খুব একটা সুবিধাজনক নয়। অ্যাপল ওয়াচে ওয়ার্কঅ্যারাউন্ডের সুবিধা রয়েছে। এটির মাধ্যমে মাস্ক বা সানগ্লাস পরিধান করেও আইফোন আনলক করা যায়।


মাস্কসহ ফেস আইডি ফিচার চালুর সতর্কবার্তায় বলা হয়, সম্পূর্ণ মুখমণ্ডল স্ক্যানের ক্ষেত্রে ফেস আইডি সবচেয়ে বেশি কার্যকর। মাস্ক পরা অবস্থায় ফেস আইডি ব্যবহারের ক্ষেত্রে আইফোন ব্যবহারকারীর চোখের চারপাশের আলাদা বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে। সম্পূর্ণ মুখমণ্ডল ব্যবহারে ফেস আইডির কার্যকারিতা বেশি। অন্যদিকে মাস্কসহ ফেস আইডি ব্যবহার অনেকটাই অনিরাপদ।


ফিচারটির একটি সুবিধার দিক হলো অ্যাপল ওয়াচের মতো ফেস আইডির মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে এ ফিচার ব্যবহারে সানগ্লাস খুলে নিতে হবে। সংশ্লিষ্টদের আশা ভবিষ্যতে হয়তো অ্যাপল সানগ্লাস পরিধানরত অবস্থায় ফেস আইডি ব্যবহারের ফিচার চালু করবে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটবে না।


পাশাপাশি পুরনো মডেলের আইফোনে ফিচারটি ব্যবহার করা গেলে সেটি আরো ভালো হতো বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। তবে বর্তমানে আইফোন ১২, ১২ মিনি, ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স অথবা আইফোন ১৩, ১৩ মিনি, ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্সে ফিচারটি ব্যবহার করা যাবে।

কোন মন্তব্য নেই