যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত


বাংলাদেশের যেকোনো প্রয়োজনে জাপান বর্তমান সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।


জাপানের রাষ্ট্রদূত এ সময় আরও বলেন, ‘বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুর মতো বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।’


রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সবসময় জাপান বাংলাদেশের পাশে রয়েছে।’


শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ইতো নাওকি।


স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরত-ই-খুদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।

কোন মন্তব্য নেই