আইএমএফের আহ্বান প্রত্যাখ্যান এল সালভাদরের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইএমএফের আহ্বান প্রত্যাখ্যান এল সালভাদরের


বিটকয়েনের ব্যবহার বন্ধ করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহ্বান প্রত্যাখ্যান করেছে এল সালভাদর। মধ্য আমেরিকার দেশটির অর্থমন্ত্রী আলেহান্দ্রো জেলায়া বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। খবর এপি।


গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েন ব্যবহার শুরু করে এল সালভাদর। গত সপ্তাহে আইএমএফ দেশটির প্রতি ভার্চুয়াল এ মুদ্রার আইনি বৈধতা তুলে নেয়ার আহ্বান জানায়। সংস্থাটি জানায়, ক্রিপ্টোকারেন্সিকে আইনিভাবে স্বীকৃতি দেয়ায় আর্থিক স্থিতিশীলতা ও ভোক্তা সুরক্ষায় বড় ঝুঁকি তৈরি হয়েছে।


এর প্রতিক্রিয়ায় আলেহান্দ্রো জেলায়া বলেন, কোনো আন্তর্জাতিক সংস্থাই আমাদের কিছু করতে দিতে চায় না। এটি সার্বভৌমত্বের একটি সমস্যা। প্রতিটি দেশ সার্বভৌম এবং তারা জননীতি নিয়ে সার্বভৌম সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক। এল সালভাদর সমস্ত আর্থিক লেনদেন ও মানি লন্ডারিং নিয়ম মেনে চলছে।


এক বিবৃতিতে আইএমএফ সুপারিশ করে, আইনি বৈধতা দেয়ার সময় এল সালভাদরের তৈরি করা ১৫ কোটি ডলারের ট্রাস্ট তহবিল ভেঙে দেয়া এবং অব্যবহূত তহবিল যেন কোষাগারে ফেরত দেয়া হয়।

কোন মন্তব্য নেই