অ্যামাজন ওয়েব সিস্টেমের সঙ্গে টেলিনরের অংশীদারত্ব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যামাজন ওয়েব সিস্টেমের সঙ্গে টেলিনরের অংশীদারত্ব


টেলিকম ব্যবস্থার উন্নয়নে অ্যামাজন ওয়েব সিস্টেমের (এডব্লিউএস) সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে নরওয়ের টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর। এ অংশীদারত্বের ফলে ফাইভজি সেবা উন্নয়ন ও পেশাদার গ্রাহকদের জন্য লো-লেটেন্সি ডাটা সার্ভিস উন্নয়নে টেলিনরের ক্লাউড প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো হবে। খবর রয়টার্স।


মার্কিন টেক জায়ান্ট অ্যামাজনের সঙ্গে এ ধরনের অংশীদারত্বের মাধ্যমে উৎপাদন, রসদ ও স্বয়ংক্রিয় খাতে উন্নয়ন ঘটাতে চায় নরওয়েজিয়ান টেলকম প্রতিষ্ঠানটি। টেলিনরের প্রধান নির্বাহী সিগভে ব্রেককে বলেন, আমরা পরবর্তী প্রবৃদ্ধির জন্য নিজেদের প্রস্তুত করছি। এ পদক্ষেপ টেলিনরের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে যাচ্ছে।


গত বছর অ্যালফাবেটের মালিকানাধীন গুগল ক্লাউডের সঙ্গে আরেক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছিল অসলোভিত্তিক এ টেলিকম কোম্পানি। বর্তমানে টেলিনর ১৭ কোটি ২০ হাজার গ্রাহককে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। কোম্পানিটির অর্ধেক রাজস্ব আয় এশিয়া এবং বাকি অর্ধেক আসে নরডিক অঞ্চল থেকে।


টেলিনর ও এডব্লিউএস যৌথভাবে গ্রাহকদের বেশকিছু সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে নরওয়েজিয়ান প্রতিরক্ষা বাহিনীর ম্যাটেরিয়াল এজেন্সির জন্য প্রোটোটাইপ প্রাইভেট ফাইভজি নেটওয়ার্ক ও করপোরেট গ্রাহকদের জন্য প্রাইভেট নেটওয়ার্ক।

কোন মন্তব্য নেই