চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ৫ শতাংশ কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ৫ শতাংশ কমেছে


গত বছরের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি কমেছে ৫ শতাংশ। করোনা মহামারীর কারণে কয়েক প্রান্তিকে বেশ চাঙ্গা বিক্রির পর পিসি বিক্রিতে শ্লথগতি দেখা যাচ্ছে। গবেষণা সংস্থা গার্টনারের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য ন্যাশনাল।


গার্টনার জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি বিক্রি ৮ কোটি ৮৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ২০২০ সালের একই প্রান্তিকের চেয়ে যা ৪৬ লাখ ইউনিট কম।


যুক্তরাষ্ট্রের কানেকটিকাটভিত্তিক গবেষণা সংস্থাটির গবেষণা পরিচালক মিকাকো কিতাগাওয়া জানান, যুক্তরাষ্ট্রের বাজারে পিসি বিক্রি কমার কারণ হচ্ছে চলমান সরবরাহ চেইন সংকট এবং ক্রোমবুকের চাহিদা হ্রাস। মহামারীর কারণে পিসি বিক্রিতে যে চাঙ্গা ভাব দেখা দিয়েছিল তা সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পর কমতে শুরু করেছে।


টানা ছয় প্রান্তিকে প্রবৃদ্ধির পর চতুর্থ প্রান্তিকে প্রথমবারের মতো কমল পিসি বিক্রি। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বাসা থেকে কাজ ও ক্লাসনির্ভর হয়ে পড়লে পিসি বিক্রি বেড়েছিল।


গত প্রান্তিকে পিসি বিক্রি কমলেও বছরওয়ারি বিক্রি রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। গার্টনার বলছে, গত বছর পিসি বিক্রি ছিল ২০১৩ সালপরবর্তী সর্বোচ্চ। গত বছর বৈশ্বিক পিসি বিক্রি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯৮ লাখ ইউনিট।


কিতাগাওয়া বলেন, গত বছর পিসির গড় মূল্য বৃদ্ধিতে নির্মাতা কোম্পানিগুলোর আয় বেড়েছে। আরো দু-তিন বছর অন্তত পিসি বিক্রি মহামারী-পূর্ব সময়ের জায়গায় যাচ্ছে না।


মহামারীর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তার পিসি ব্যবহার প্রক্রিয়া লক্ষণীয়ভাবে পরিবর্তন হয়েছে। কাজের প্রক্রিয়া ও জীবনধারায় নতুন নতুন পথ অনুসরণ করছে মানুষ।


চতুর্থ প্রান্তিকে ১২ শতাংশ বিক্রি কমলেও ২৪ দশমিক ৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে শীর্ষ পিসি বিক্রেতা ছিল লেনোভো। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২ কোটি ১০ লাখ ডলারের বেশি পিসি বিক্রি করেছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে ২৯ লাখ ইউনিট কম পিসি বিক্রি হয়েছে।


ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট এইচপির পিসি বিক্রি ৪ দশমিক ২ শতাংশ কমেছে। গত প্রান্তিকে ১ কোটি ৮৬ লাখ ইউনিট পিসি বিক্রির মাধ্যমে ২১ দশমিক ১ শতাংশ বাজার শেয়ার এইচপির।


যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক পিসি বিক্রেতা কোম্পানি ডেলের পিসি বিক্রি হয়েছে ১ কোটি ৭১ লাখ ইউনিট। লাতিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় শক্তিশালী পারফরম্যান্সের জেরে ডেলের টানা পাঁচ প্রান্তিক বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে। গার্টনার বলছে, চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক পিসি বাজারের ১৯ দশমিক ৫ শতাংশ বাজার দখল করেছে ডেল। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে পিসির চালান ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ কোটি ৬০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে।


অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় বাণিজ্যিক পিসির চাহিদা বৃদ্ধিতে এ অঞ্চলে বিক্রি চাঙ্গা ছিল। জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিসি বিক্রি ১১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।


যুক্তরাষ্ট্রের পিসি বাজার টানা দুই প্রান্তিকের মতো সংকুচিত হয়েছে। গত বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে পিসি বিক্রি বছরওয়ারি ২৪ দশমিক ২ শতাংশ কমেছে।

কোন মন্তব্য নেই