ইউটিউব ইন্টিগ্রেশনের পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউটিউব ইন্টিগ্রেশনের পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট


ব্যবহারকারীদের জন্য প্রতি মাসেই এজ ব্রাউজারে নতুন নতুন ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। সম্প্রতি ঘোষিত আরএসএস ফিড ফলোয়েবলের অংশ হিসেবে ইউটিউব ইন্টিগ্রেশনের পরীক্ষা শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গ্যাজেটস নাউ।


উইন্ডোজ লেটেস্টের প্রতিবেদনে বলা হয়, ইউটিউব ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের কনটেন্টগুলো এজ ব্রাউজারের কালেকশন প্যানে যুক্ত করতে পারবেন। এ ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারের ইউআরএল সেকশন থেকে ফলো বাটন চাপার মাধ্যমে পছন্দের কনটেন্ট নির্মাতাদের অনুসরণ করতে পারবেন।


একবার অনুসরণের পর নির্দিষ্ট নির্মাতাদের নতুন কনটেন্ট ব্যবহারকারীদের আপডেটেড কালেকশন প্যানে চলে আসবে। প্যান থেকে কনটেন্টে ক্লিক করলে ব্যবহারকারীদের সরাসরি ভিডিওতে নিয়ে যাওয়া হবে। তবে ফিচারটি কার্যকর করতে হলে ব্যবহারকারীদের পছন্দের ইউটিউব চ্যানেলটি আরএসএস ফিডে যুক্ত করতে হবে।


ইন্টিগ্রেশনের পাশাপাশি ক্রোমিয়াম এজের জন্য মাইক্রোসফট নতুন ডিসকভার ট্যাব নিয়েও কাজ করছে। ডিসকভার ফিচারটি ব্যবহারকারীদের বিং থেকে নতুন বিষয়বস্তু, ওয়েবসাইট ও কনটেন্ট খুঁজে পেতে সহায়তা করবে। তবে ইউটিউব ইন্টিগ্রেশন ও ডিসকভার ট্যাবসহ অধিকাংশ ফিচারই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত কিছু ব্যবহারকারীর জন্য ফিচারগুলো চালু করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, এজ ব্রাউজারের ক্যানারি ভার্সনে ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের আগে কেউ ফিচারগুলো ব্যবহার করতে চাইলে অফিশিয়াল ওয়েবসাইট থেকে এজ ক্যানারি ব্রাউজার ডাউনলোড করতে পারবেন।


ক্যানারি ভার্সনেও সমস্যা রয়েছে। অঞ্চলভেদে ফিচারগুলো চালু করা হচ্ছে। ফলে কেউ যদি ব্রাউজারে ফিচারগুলো না পান তাহলে সেগুলো ম্যানুয়ালি চালু করাও যাবে না।

কোন মন্তব্য নেই