ভারতী এয়ারটেলে গুগলের শতকোটি ডলার বিনিয়োগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতী এয়ারটেলে গুগলের শতকোটি ডলার বিনিয়োগ


ভারতের টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেলে শতকোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গুগলের বড় অংকের এ বিনিয়োগে ভারতী এয়ারটেলের ডিজিটাল সেবা আরো বিস্তৃত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

কোম্পানি দুটি জানায়, গুগলের বিনিয়োগের মধ্যে এয়ারটেলের শেয়ারপ্রতি ৭৩৪ রুপি বা ৯ দশমিক ৭৭ ডলার মূল্যে ৭০ কোটি ডলার ইকুইটি। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে থাকছে ৩০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ।


এ বিনিয়োগ বাস্তবায়নের আগে নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। মাসখানেক আগেই এয়ারটেল বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে ২১ হাজার কোটি রুপি বিনিয়োগ তুলেছে। গুগলের বিনিয়োগ ঘোষণার পর এয়ারটেলের শেয়ারদর শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৭১১ রুপিতে দাঁড়িয়েছে।


প্রায় দেড় বছর আগে ২০২০ সালের জুলাইয়ে ইকুইটি চুক্তি ও অন্যান্য মাধ্যমে গুগল ভারতে পাঁচ থেকে সাত বছরের মধ্যে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে গুগল ভারতের রিলায়েন্স ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল ইউনিট জিও প্লাটফর্মসে সাড়ে ৪০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর মাধ্যমে জিওর পরিচালনা পর্ষদে সুযোগ পেয়েছে গুগল।

কোন মন্তব্য নেই