নজিরবিহীন বিপর্যয়ে টোঙ্গা, ক্ষয়ক্ষতি নিয়ে সরকারের বিবৃতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নজিরবিহীন বিপর্যয়ে টোঙ্গা, ক্ষয়ক্ষতি নিয়ে সরকারের বিবৃতি


টোঙ্গায় শক্তিশালী সুনামির পর ক্ষয়ক্ষতি নিয়ে প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিবৃতি দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


বিবৃতিতে বলা হয়, শনিবার হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাইয়ে গভীর সমুদ্রের আগ্নেয়গিরি বিস্ফোরণে সৃষ্ট সুনামিতে নজিরবিহীন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা। সুনামিতে এখন পর্যন্ত একজন ব্রিটিশ মহিলাসহ কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ১ লাখ জনগোষ্ঠীর পুরো দেশ আগ্নেয়গিরির ছাইয়ে ছেয়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়, অগ্ন্যুৎপাতের ফলে, একটি আগ্নেয়গিরির মাশরুম প্লুম স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে পুরো টোঙ্গা দ্বীপে রেডিয়ালি ছড়িয়ে গেছে। সুনামির ঢেউ ৪৯ মিটার পর্যন্ত উঁচু হয়। যা টঙ্গাটাপু দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলসহ আরো কিছু দ্বীপে আঘাত করে এটি।


বিবৃতিতে জানানো হয়, ক্ষতির তীব্রতার কারণে আম, ফনোইফুয়া ও নোমুকা দ্বীপে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আম দ্বীপে। আগে থেকে সুনামির সংকেত থাকা আমের সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া নোমুকা ও ফনোইফুয়া দ্বীপেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় দেশটির সরকার।


বর্তমানে টোঙ্গার নৌবাহিনীর জাহাজগুলোকে জরুরি পানি ও খাবার দিয়ে ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে পাঠানো হচ্ছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর নাগরিকদের সরিয়ে নেয়ার প্রচেষ্টাও চলছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।


এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ধ্বংস হয়ে যাওয়া সমুদ্রের তলদেশে একটি মূল তার (ফাইবার অপটিক ক্যাবল) মেরামত করতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে। আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিবৃতিতে বলা হয়, আমেরিকান  ক্যাবল প্রতিষ্ঠান সাবকম জানিয়েছে টোঙ্গার তারের সংযোগ মেরামত করতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে। বর্তমানে টেলিযোগাযোগ সংস্থা টোঙ্গা কেবলের সঙ্গে তারের মেরামতের জন্য একটি জাহাজ জোগাড়ের কাজ করছে।


সাবকম দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৫০ হাজার কিলোমিটারের বেশি তারের মেরামতের ঠিকাদার প্রতিষ্ঠান।


গত শনিবার সমুদ্রের তলদেশে বিশাল এলাকাজুড়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আঘাত হানে ভয়াবহ সুনামি। এ ঘটনার পর প্রতিবেশি দ্বীপরাষ্ট্র ফিজির রাজধানী সুভার কর্মকর্তা বলছেন, আট মিনিটের অগ্ন্যুৎপাতটি এতটাই বিকট ছিল যে ৮০০ কিলোমিটারেরও বেশি দূরে জোরে বজ্রধ্বনি হিসেবে শোনা গেছে।

কোন মন্তব্য নেই