পিআইএম চিপের উন্নয়নে বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পিআইএম চিপের উন্নয়নে বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া


প্রসেসিং ইন মেমোরি (পিআইএম) চিপের উন্নয়নে ৪০ হাজার ২৭০ কোটি ওন বা ৩৩ হাজার ৭৪০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। ২০২৯ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত সেমিকন্ডাক্টরের উন্নয়নে ১ লাখ কোটি ওন বিনিয়োগ পরিকল্পনার একটি অংশ এটি। খবর কোরিয়াহেরাল্ড।


পিআইএম সেমিকন্ডাক্টর মূলত পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অধিক প্রক্রিয়াকরণ দক্ষতাসম্পন্ন চিপ। দেশটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক মন্ত্রণালয় জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে তারা এখন পর্যন্ত স্যামসাং, এলজি, এসকে টেলিকম, কেটি, নাভের, কাকাওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার পিআইএম চিপে বিনিয়োগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের (এআই) উন্নয়নে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে।


মন্ত্রণালয় আরো জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসংবলিত চিপের কার্যক্ষমতা যাচাইয়ে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং বাণিজ্যিকভাবে বাজারজাতের আগে গুয়াংজুতে অবস্থিত এআই কমপ্লেক্সে ডাটা সেন্টারে চিপগুলো ব্যবহার করা হবে। পাশাপাশি তিনটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে এআই সেমিকন্ডাক্টর অভিজ্ঞদের নিয়োগে আলাদা প্রকল্প গ্রহণ করা হবে।


নাভের, কাকাও ও এলজি যে হাইপারস্কেল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন করছে সেগুলোর বাণিজ্যিকীকরণে মন্ত্রণালয় ক্ষুদ্র ও মাঝারি আকারের ফার্মগুলোর জন্য ভাউচার তৈরির বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ফার্মগুলো বড় প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ব্যবহার করবে। হাইপারস্কেল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে অনেক বড় বড় ডাটাসেট ব্যবহার ও গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম।

কোন মন্তব্য নেই