আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে দাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে দাম


বর্তমানে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী। অন্তত আগামী বছরের মার্চ পর্যন্ত এমন ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে। ভোজ্যতেলের বাজার বিশ্লেষক ও গোদরেজ ইন্টারন্যাশনালের পরিচালক দোরাব মিস্ত্রি এ তথ্য জানিয়েছেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।


ভোজ্যতেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দোরাব মিস্ত্রি বলেন, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক ইন্দোনেশিয়া। দেশটি পাম অয়েলের রফতানি শুল্ক বৃদ্ধি করায় বাজারে প্রভাব পড়েছে। পাশাপাশি আগামী বছরের প্রথম দুই মাস পণ্যটির সবরবরাহ সংকোচনের মুখে পড়তে পারে।


গতকাল গ্লোবঅয়েল কনফারেন্সে দোরাব বলেন, পাম অয়েল সর্বাধিত ব্যবহূত ভোজ্যতেল। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পণ্যটির দাম ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ রিঙ্গিতে অবস্থান করবে। ব্লুমবার্গের দেয়া তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত পাম অয়েলের গড় ভবিষ্যৎ সরবরাহ মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৮ রিঙ্গিতে।

কোন মন্তব্য নেই