ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন শুরু


ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন আজ (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।


তেহরান সময় আজ সকাল ৮টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাম রেজিস্ট্রেশনের  কর্মকাণ্ড শুরু হয়। আগামী ১৫ মে পর্যন্ত চলবে নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। 


এরপর রেজিস্টার্ড নামগুলো সাংবিধানিক পরিষদের কাছে জমা দেয়া হবে। সেখানে বাছাই প্রক্রিয়া শেষে যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। 


আগামী ২৫ মে পর্যন্ত এই বাছাই প্রক্রিয়া চলবে। এ সময় প্রেসিডেন্ট পদে নির্বাচন প্রত্যাশীদের জমা দেয়া তথ্যাদি যাচাই বাছাই করা হবে। এরপর ২৬ বা ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে।  


নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর আগে থেকেই দেশি-বিদেশি গণমাধ্যমে নানা জল্পনা চলছে যে, কে কে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে যাচ্ছেন এবং কার জয়লাভের সম্ভাবনা বেশি।

কোন মন্তব্য নেই