এবার উত্তরপ্রদেশেও ভেসে আসছে পচাগলা দেহ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার উত্তরপ্রদেশেও ভেসে আসছে পচাগলা দেহ


বিহারের গঙ্গা নদী থেকে শতাধিক মৃতদেহ উদ্ধারের পরদিনই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকেও একই খবর আসছে। 


ওই এলাকায়ও গত কয়েকদিন ধরে ‘করোনা রোগী’-র দেহ ভেসে আসছে বলে মঙ্গলবার আনন্দবাজার অনলাইন জানিয়েছে। 


খবরে বলা হয়, ভেসে আসা এসব লাশ করোনায় আক্রান্ত রোগীর মৃতদেহ বলে মনে করছেন   স্থানীয়রা মনে করছেন। তারা বলছেন, শ্মশানে পোড়ানোর জায়গা নেই, কাঠের জোগান নেই তেমন, এ কারণেই গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন অনেকে। সেই দেহই ভেসে আসছে পাড়ে।


গাজিপুরের জেলাশাসক এমপি সিংহ জানিয়েছেন, দেহগুলো কোথা থেকে, কীভাবে আসছে, সে বিষয়ে তদন্ত করে দেখছে প্রশাসন। ঘটনাস্থলে মঙ্গলবার তদন্তকারী অফিসাররা এসেছেন। তারা বোঝার চেষ্টা করছেন, কিভাবে দেহগুলো এসে উঠছে পাড়ে।


আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার সকালের দিকে ভাসতে দেখার পর দেহগুলোকে গঙ্গার ধারে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তর প্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলো। কারণ এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়।

কোন মন্তব্য নেই