নিজের অ্যাসপারগার সিনড্রোমের কথা জানালেন ইলন মাস্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিজের অ্যাসপারগার সিনড্রোমের কথা জানালেন ইলন মাস্ক



 


নিজেকে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত বলে জানিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। গতকাল রোববার মার্কিন টিভি অনুষ্ঠান স্যাটার্ডে নাইট লাইভে (এসএনএল) এসে এ কথা বলেন তিনি।


৪৯ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা দর্শকদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে চলা অনুষ্ঠানটির ইতিহাসে আমিই প্রথম অ্যাসপারগারে আক্রান্ত হোস্ট।


১৯৭০-এর দশক থেকে চলছে এসএনএল। সাধারণত তারকারা একেকটি পর্বে এসে অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকেন। অর্থাৎ অতিথি নিজেই উপস্থাপকের ভূমিকা নেন।


বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ অবশ্য মাস্কের দাবি প্রশ্নবিদ্ধ করেছেন। কারণ, কানাডীয় কমেডিয়ান ড্যান অ্যাকরয়েড অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত ছিলেন, তিনি এসএনএল উপস্থাপনাও করেছেন।


Monologue!
💫
@elonmusk
৩৩.৭ হাজার
১.৩ হাজার
এই টুইটটি শেয়ার করুন


অ্যাসপারগার সিনড্রোম একধরনের অটিজম। আক্রান্ত ব্যক্তিরা তাঁদের পারিপার্শ্বিকের ব্যাখ্যা দেন ভিন্নভাবে, আশপাশের পরিবেশ ভিন্নভাবে উপস্থাপন করেন। ইলন মাস্ক এই প্রথম তাঁর সমস্যাটির কথা জনসম্মুখে বললেন বলে ধারণা করা হচ্ছে।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়েও মজা করেন ইলন মাস্ক। টুইটারে তাঁর ৫ কোটি ৩০ লাখ অনুসারী। অদ্ভুত সব টুইটের জন্য সমালোচিত হয়েছেন, এমনকি আইনি নোটিশও পেয়েছেন তিনি।


দর্শকদের তিনি বলেন, ‘দেখুন, আমি জানি মাঝেমধ্যে আমি অদ্ভুত কিছু বলি বা পোস্ট করি। তবে আমার মস্তিষ্ক কাজ করে ওভাবেই। যাঁরা অসন্তুষ্ট হয়েছেন, তাঁদের শুধু বলতে চাই, আমি নতুন করে বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবন করেছি, নভোযানে আমি মানুষকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছি। আপনি কি ভেবেছেন আমি আর সবার মতো হব?’


অনুষ্ঠানের শেষ দিকে ইলন মাস্ক ডোজকয়েন নামের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রা নিয়েও কথা বলেন। এনবিসি জানিয়েছে, ১০০টির বেশি দেশে ইউটিউবে স্যাটার্ডে নাইট লাইভ সরাসরি সম্প্রচার করা হয়।



কোন মন্তব্য নেই