বৃহস্পতিবার দর পতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি

 


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৬.৬৭ন শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা বা ১২.৪৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের দর কমেছে ৭.০৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৬৮ শতাংশ, তশরিফার ৬.৪০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬.১৭ শতাংশ, জেনারেশন নেক্সটের ৬.০৬ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৫.৯৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৫৯ শতাংশ এবং মীর আখতার হোসাইনের শেয়ার দর ৫.৯৫ শতাংশ।

কোন মন্তব্য নেই