বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে যেসব কোম্পানি



 


পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার দ্বিতীয় কার্যদিবসেও শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাভেলো আইসক্রীম ব্র্যান্ডের তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের। ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের প্রথম দিন অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রীম ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষ স্থানে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর দর বেড়েছে ১২.৬২ শতাংশ, গোল্ডেন সনের ১০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৮৫ শতাংশ, বেক্সিমকোর ৪.৭৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৪০ শতাংশ, আরডি ফুডের ১.৯৭ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ১.৯৬ শতাংশ।



কোন মন্তব্য নেই