ইউনিসেফের শিশু অধিকার দূত মিরাজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউনিসেফের শিশু অধিকার দূত মিরাজ



বাংলাদেশ ক্রিকেটের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজকে গতকাল আনুষ্ঠানিকভাবে ‘ইউনিসেফ চাইল্ড রাইটস অ্যাডভোকেট’ ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের শিশুদের সহায়তা প্রদানে ইউনিসেফের সঙ্গে যুক্ত হলেন মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইউনিসেফের কর্মকর্তাদের উপস্থিতিতে  শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ ঘোষণা দেয়া হয়। শিশু অধিকার প্রচারের দূত হিসেবে মিরাজ শিশু অধিকারসমূহ তুলে ধরতে এবং পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন এবং হাইজিন ও শিশু সুরক্ষার ক্ষেত্রে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে ইউনিসেফের সঙ্গে কাজ করবেন। মিরাজ এক্ষেত্রে তার খ্যাতিমান সতীর্থ সাকিব আল হাসানের পদাঙ্ক অনুসরণ করবেন, যিনি ইউনিসেফের একজন শুভেচ্ছাদূত। 


কোন মন্তব্য নেই