ইংল্যান্ডে ৭ সেকেন্ডে গোল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইংল্যান্ডে ৭ সেকেন্ডে গোল

কিক অফের কয়েক সেকেন্ডের মধ্যে গোল! এমনটা খুব কমই দেখেছে ফুটবলভক্তরা। এমনটাই করে দেখালেন শেন লং। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাউদাম্পটনের আইরিশ ফরোয়ার্ড। মঙ্গলবার ভিকারেজ রোড স্টেডিয়ামে ওয়াটফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাউদাম্পটন। ম্যাচ শুরুর ৭ সেকেন্ডের মাথায় গোল আদায় করেন শেন লং। সেন্টার পাসের মাধ্যমে খেলা শুরু করে ওয়াটফোর্ডই। আর সতীর্থ খেলোয়াড়ের ব্যাকপাস থেকে পাওয়া বল ক্লিয়ার করতে যান ওয়াটফোর্ডের ডিফেন্ডার ক্রেইগ ক্যাথকার্ট। কিন্তু তার শট লাগে শেন লংয়ের গায়ে।


আর বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ওয়াটফোর্ডের গোলরক্ষকের মাথার উপর দিয়ে শটে তা জালে জড়ান লং। ম্যাচের বয়স তখন মাত্র ৭.৬৯ সেকেন্ড। আর তাতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙে দেন শেন লং। আগের রেকর্ডে ২০০০’র ডিসেম্বরে ব্রাডফোর্ডের বিপক্ষে টটেনহ্যামের ইংলিশ ডিফেন্ডার লেডলি কিং গোল করেন ম্যাচের ৯.৮২তম সেকেন্ডে। মঙ্গলবার ম্যাচের ৯০তম মিনিটে ওয়াটফোর্ডের হয়ে গোল শোধ করেন ইংলিশ স্ট্রাইকার আন্দ্রে গ্যারি। ম্যাচ শেষে শেন লং বলেন, ‘এটা দারুণ একটা রেকর্ড। ১০০ বারের মধ্যে ৯৯ বারই এমনটা হয় না যে, ক্লিয়ার করার সময় আপনি বল আটকাতে পারবেন। আমি পেরেছি। বেন অসাধারণ গোলরক্ষক। তাকে বোকা বানানোটাও কঠিন ব্যপার। কিন্তু তিন পয়েন্ট না পাওয়া হতাশার।’
প্রতিযোগিতামূলক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ডটি ২ সেকেন্ডের। ২০০৯ সালে সৌদি আরবের ক্লাব ফুটবলে আল হিলাল-আল শোয়ালাহর ম্যাচে ২ সেকেন্ডে গোল করেছিলেন নাওয়াফ আল আবেদ। কিন্তু অযোগ্য খেলোয়াড় খেলানোর দায়ে ওই ম্যাচ বাতিল হওয়ায় গোলটি নিয়ে বিতর্ক রয়েছে। দুই বছর আগে ইংল্যান্ডের গ্লুস্টার ডিস্ট্রিক্ট সানডে লীগে প্রিমিয়ার ডিভিশনের হেম্পস্টেড ও রেনেগেডসের মধ্যকার ম্যাচে ২ সেকেন্ডে গোল করেছিলেন অ্যান্ড্রু অলস্টোন। ম্যাচের সেন্টার পাসের পর প্রথম কিকেই গোল করেছিলেন তিনি।

প্রিমিয়ার লীগে দ্রুততম গোল
সেকেন্ড    খেলোয়াড়    ম্যাচ    মৌসুম


০৭.৬৯    শেন লং    ওয়ার্টফোড-সাউদাম্পটন    ২০১৮-১৯
০৯.৮২    লেডলি কিং    ব্রার্ডফোর্ড সিটি- টটেনহ্যাম    ২০০০-০১
১০.৫২    অ্যালান শিয়েরার    নিউক্যাসল-ম্যানসিটি    ২০০২-০৩
১০.৫৪    ক্রিস্টিয়ান এরিকসন    টটেনহ্যাম-ম্যানইউ    ২০১৭-১৮
১১.৯০    মার্ক ভিদুকা    চার্লটন-লিডস    ২০০০-০১
১২.১৬    ডুইট ইয়র্ক    কভেনট্রি-অ্যাস্টন ভিলা    ১৯৯৫-৯৬
১২.৯৪    ক্রিস সাটন    এভারটন-ব্লাকবার্ন    ১৯৯৪-৯৫
১৩.৪৮    কেভিন নোলান    ব্লাকবার্ন-বোলটন    ২০০৩-০৪
১৩.৫২    জেমস বেয়াট্টি    চেলসি-সাউদাম্পটন    ২০০৪-০৫
১৩.৬৪    আসমির বেগোভিচ    স্টোকসিটি-সাউদাম্পাটন    ২০১২-১৪ 

কোন মন্তব্য নেই