ভারতীয় পাইলট অভিনন্দনের ডাক্তারি পরীক্ষায় প্রমাণ মিলেছে... - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতীয় পাইলট অভিনন্দনের ডাক্তারি পরীক্ষায় প্রমাণ মিলেছে...



ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হন ভারতীয় ৪০ জওয়ান। পুলওয়ামাকাণ্ডের পর থেকেই পাক-ভারত সম্পর্ক তলানিতে।

পুলওয়ামা হামলার পর গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। অভিনন্দনকে অসহনীয় মানসিক অত্যাচার করেছে পাক সেনা। পাক হেফাজতে অসহ্য মানসিক নিপীড়নের ওপর দিয়ে যেতে হয়েছে তাকে এমন নানা অভিযোগ ওঠে।

পাক সেনা কর্তৃক প্রকাশিত ভিডিওতে অবশ্য অভিনন্দন জানিয়েছিলেন, তার সঙ্গে ভাল ব্যবহার করেছিলেন পাক সেনাকর্তারা। কিন্তু কোন পরিস্থিতিতে অভিনন্দন ওই বিবৃতি দিয়েছিলেন, তা নিয়ে সন্দিহান ছিলেন ভারতের অনেকেই।

পাকিস্তানে আটক থাকার পর ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এখন নিজ দেশের অবস্থান করছেন।

পাক-ভারতের এমন উত্তেজনা সময়ে এই পাইলটকে পাক কারাগারে শারীরিক নিপীড়ন না চালিয়ে ভারতে দ্রুত হস্তান্তরে বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে ইমরান খান সরকার ও তার পাক সেনাবাহিনী। তবে দেশে ফিরে অভিনন্দন সম্পূর্ণ ভিন্ন রকম বক্তব্য দেন।

শুক্রবার (১ মার্চ) রাত ৯টা ২১ মিনিটে আরাত্তি-ওয়াঘা সীমান্তে পাইলট অভিনন্দনকে ফেরত পাঠান পাকিস্তান সরকার।

দেশে ফিরে এই মুহূর্তে দিল্লির সুব্রত পার্কের সেন্ট্রাল মেডিকেল এস্টাবলিশমেন্টে স্বাস্থ্যগত পরীক্ষায় আছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

পাকিস্তান গত শুক্রবার ভারতের হাতে শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বর্তমানকে তুলে দেয়ার পর থেকেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে ভারত সরকার। পরবর্তী সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ অভিনন্দনের সঙ্গে দেখা করেন।

এদিকে অভিনন্দন জানান, বন্দি দশায় পাক কর্তৃপক্ষ তার কোনো রকম শারীরিক নির্যাতন করেনি। তবে মানসিক নির্যাতনের কথা তিনি উল্লেখ করেছিলেন অভিনন্দন।

যদিও পাকিস্তান দাবি করেছে, জেনেভা চুক্তির জন্য তারা ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের গায়ে হাত তোলেনি।

বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার ডাক্তারি পরীক্ষায় তার বুকের পাঁজরে আঘাতের চিহ্ন ধরা পড়েছে। ওই আঘাত পাকিস্তানের স্থানীয় বাসিন্দাদের আঘাতের বলে মনে করছেন ভারতীয় চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এমআরআই স্ক্যানে তার মেরুদণ্ডের শেষ ভাগে একটা চোট ধরা পড়েছে। পাকিস্তানি এফ-১৬ এর সঙ্গে যুদ্ধের পর ভারতীয় মিগ-২১ বাইসন যুদ্ধ বিমান থেকে পড়ে যাওয়ার ফল বলে মনে করা হচ্ছে।



ডাক্তারি পরীক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, বায়ুসেনা অভিনন্দন বর্তমানের শরীরে কোনো আঘাত লেগেছে কিনা সেটা ভালো ভাবে খতিয়ে দেখা এবং পাকিস্তানি সেনারা নজরদারি চালানোর জন্য তার শরীরের ভেতরে কোনো যন্ত্র ঢুকিয়ে রেখেছে কিনা তা খতিয়ে দেখা।-বিডি২৪লাইভ

কোন মন্তব্য নেই