‘ওবায়দুল কাদেরের শরীরে ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘ওবায়দুল কাদেরের শরীরে ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে’



সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে। চিকিৎসকের বরাত দিয়ে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে নেয়ার পরপরই সেখানকার চিকিৎসকরা ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে। তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই।

বিপ্লব বড়ুয়া আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন দুপুরের পর পাওয়া যাবে। প্রতিবেদন পাওয়ার পর ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা শুরু হবে। তবে তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলেও জানান তিনি।

ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সিঙ্গাপুরের সেলেটার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহ’র তত্ত্বাবধানে (আইসিইউ ৩০০৮) ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাসের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন।

রোববার সকালে শ্বাসক্রিয়ার জটিলতা নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এনজিওগ্রাম করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। যার মধ্যে একটি ব্লক অপসারণও করা হয়।-পার্সটুডে


কোন মন্তব্য নেই