ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ কিনেছে সৌদি আরব। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ কিনেছে সৌদি আরব।

ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ কিনেছে সৌদি আরব। তেল আবিব ও রিয়াদ গোপনে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে বলে যখন নানামুখী খবর পাওয়া যাচ্ছে তখন নতুন এ সংবাদ প্রকাশ হলো।

উঁচু পর্যায়ের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা আল-খালিজ অনলাইন গতকাল (বুধবার) জানিয়েছে, ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় বৈঠক হওয়ার পর ইসরাইলের কাছ থেকে আয়রন ডোম কিনেছে সৌদি আরব।



পত্রিকাটি বলেছে, কয়েক কোটি ডলারের এ চুক্তি আাগমী ডিসেম্বর থেকে বাস্তবায়ন করা হবে। ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেলে সৌদি আরব তা প্রথমে ইয়েমেন সীমান্তে মোতায়েন করবে। গত সাড়ে তিন বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
প্রথম দিকে ইসরাইল কোনো আরব দেশের কাছে আয়রন ডোম বিক্রি করতে রাজি ছিল না। তেল আবিব তখন সব আরব দেশেকেই তাদের স্বার্থের জন্য বিপজ্জনক মনে করত। তবে আমেরিকার হস্তক্ষেপে ইসরাইল সে অবস্থান থেকে সরে গেছে। অবশ্য, সৌদি আরবকে এই গ্যারান্টি দিতে হচ্ছে যে, এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোনোভাবেই তেল আবিবের জন্য হুমকি সৃষ্টি করবে না।

কোন মন্তব্য নেই