রাজশাহীতে অবস্থিত কেমিকো ফার্মাসিটিক্যাল লি. নামের ওষুধ কারখানায় ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে অবস্থিত কেমিকো ফার্মাসিটিক্যাল লি. নামের ওষুধ কারখানায় ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা



রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় অবস্থিত কেমিকো ফার্মাসিটিক্যাল লি. নামের ওষুধ কারখানায় ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই ওষুধ কারখানার জেনারেটরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনীর কর্মকর্তারা।
রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ওষুধ কারখানার জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণের আনে।
তিনি বলেন, দমকল কর্মীরা পৌঁছার আগে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দ্রুত কারখানা ও আশেপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জেনারেটারের ত্রুটি জনিত কারনে এই অগ্নিকান্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে জেনারেটারটি পুরোপুরি জ্বলে যাওয়া ছাড়া তেমন বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানান দমকল কর্মকর্তা নুরুল ইসলাম।
কেমিকো ফার্মাসিউটিক্যালের ম্যানেজার আব্দুল হাই বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েনি। সবাই নিরাপদে বের হতে পেরেছেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশাপাশের এলাকার মানুষজন ঘর থেকে বের হয়ে আসে। এলাকাবাসীর অভিযোগ আবাসিক এলাকায় গড়ে তোলা বিশাল এ কারখানায় প্রায় অগ্নিকান্ডসহ নানা দুর্ঘটনা ঘটেই থাকে। এ কারখানার জন্য এলাকাবাসী সারাক্ষন শঙ্কায় থাকেন।
এলাকাবাসীর অভিযোগ, ওষুধ কারখানাটি দীর্ঘদিন থেকেই রয়েছে। আবাসিক এলাকায় এধরণের বড় কেমিক্যাল কারখানা স্থাপনের পর থেকে তারা শঙ্কায় থাকেন। কারখানা কেমিকেলের দুর্গন্ধে এলাকায় বাস করা কষ্টকর। এছাড়া কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি নগরীর ড্রেনের সঙ্গে সংযুক্ত রয়েছে। এ থেকে নগরীতে রোগ-জীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে। আসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, এ কারখানায় প্রায় দুর্ঘটনা লেগেই আছে। গেল বৈশাখে কারখানা উপরের একটি ভবনের দেয়াল এমনিতেই ধসে পড়ে। এর আগেও বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কারখানায়। সংশ্লিষ্ট সূত্র জানায় এ কারখানায় এন্টিবায়টিকসহ নানা ধরনের প্রতিষেধক তৈরি করা হয়।

কোন মন্তব্য নেই