কোহলি সাংবাদিকদের উপর মেজাজ হারালেন কেন? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কোহলি সাংবাদিকদের উপর মেজাজ হারালেন কেন?



ইংল্যান্ডের মাটিতে ৪-১ সিরিজ খুইয়েও বিরাট কোহলি মনে করছেন বর্তমান ভারতীয় দলই সেরা। এমনকি টিম ইন্ডিয়ার হেডস্যার রবি শাস্ত্রী আরেক ধাপ এগিয়েই বলেছিলেন যে, শেষ ১৫-২০ বছরের মধ্যে এটাই সেরা ইন্ডিয়ান টিম।

শাস্ত্রী বলেছিলেন, “ইংল্যান্ড থেকে নিয়ে যাওয়ার কিছু নেই। দলের প্রচেষ্টাই ছিল ভাল একটা সফরের। যেখানে লড়াই করে জিততে পারব। বিগত তিন বছরে আমরা বিদেশের মাটিতে ন’টা ম্যাচ ও তিনটে সিরিজ জিতেছি। বিগত ১৫-২০ বছরে আরও কোনও ভারতীয় দল আমার চোখে পড়েনি, যারা এত কম সময় এরকম সাফল্য পেয়েছে। যদিও সেইসব সিরিজে দুর্দান্ত সব প্লেয়াররাই ছিল।” সুনীল গাভাস্কর ও সৌরভ গঙ্গোপাধ্য়ায় শাস্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রশ্নও তুলছেন। কিন্ত শাস্ত্রীর সঙ্গেই আছেন কোহলি। ওভালে বিদায়ী টেস্টের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ক্যাপ্টেন কোহলি। আর এই ইস্যুতে সাংবাদিকের প্রশ্নে মেজাজও হারালেন তিনি।

কোহলির থেকে এক সাংবাদিক জানতে চেয়েছেলিন, “আচ্ছা বলা হচ্ছে যে, শেষ ১৫ বছরে এটা সেরা দল। এই তকমাটা কি কোথাও আপনাদের বাড়তি চাপে রেখেছে? “কোহলি রীতিমতো রাগান্বিত মুখে বলেন, “আমাদের বিশ্বাস করতে হবে এটাই সেরা দল। আর কেন নয়?’’ সাংবাদিক কোহলির উত্তরের রেশ ধরেই জানতে চান, “১৫ বছরে এটাই সেরা দল?’’ কোহলি এবার সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন। জানতে চান, “আপনার কী মনে হয়?” সাংবাদিকের উত্তর ছিল, “আমি নিশ্চিত নই।” এরপর কোহলি বলেন, “আপনি নিশ্চিন নন, তাই তো! এটা আপনার মতামত। ধন্যবাদ।”

কোন মন্তব্য নেই