বিশ্বেজুড়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বেজুড়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা



গত তিন বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। এ নিয়ে সতর্কও করেছে সংস্থাটি। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, ২০১৭ সালে বিশ্বে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ছিল ৮২ কোটিরও বেশি। অর্থাৎ প্রতি নয়জনের একজন ব্যক্তি অপুষ্টিতে ভোগেন। এছাড়াও পাঁচ বছরের কম এমন বয়সের ১৫ কোটির বেশি শিশু অপুষ্টিতে বেড়ে ওঠে। যা বৈশ্বিক জনসংখ্যার ২২ শতাংশ। বিশ্বব্যাপী ভয়াবহ জলবায়ু পরিবর্তন ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য জরুরি ভিত্তিতে বৈশ্বিক কার্যক্রমের আহ্বানও জানিয়েছেন তারা। বিশ্বের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক এ প্রতিবেদনে আরও বলা হয়, পুষ্টি সমৃদ্ধ খাবারের কারণে বিশ্বে স্থূলকায় মানুষের সংখ্যাও বাড়ছে। প্রতি আটজন প্রাপ্ত বয়স্কের মধ্যে একজন অর্থাৎ বিশ্বের প্রায় ৬৭ কোটি মানুষ স্থূলকায়। বলা হয়, ধারাবাহিকভাবে ভয়াবহ জলবায়ু পরিবর্তন হচ্ছে। এরমধ্যে রয়েছে বন্যা, তাপদাহ, ঝড় ও খরা। ১৯৯০ সালের পর এসব প্রাকৃতিক দুর্যোগের হার দ্বিগুণ হয়েছে। এদিকে শস্য উৎপাদন এবং খাদ্যের প্রাপ্যতাকে সরাসরি প্রভাবিত করছে জলবায়ু পরিবর্তন। ফলে যেসব দেশে জীবনযাপন কৃষি ব্যবস্থার ওপর নির্ভরশীল, সেইসব দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কৃষি উন্নয়নের আন্তর্জাতিক তহবিল।

কোন মন্তব্য নেই