বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

দীর্ঘ ৫২ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা পাওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, কয়লার অভাবে গত ২২ জুলাই উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল দেশের একমাত্র কয়লাবিদ্যুৎ কেন্দ্রটির।

২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৫টায় স্টিম চালু করা হয় বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার।

তিনি বলেন, রাত ২টা ২৭ মিনিটে উৎপাদন শুরুর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে যোগ হয় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।’

তিনি আরো জানান, এই ইউনিটটি চালু রাখতে প্রতিদিন দুই হাজার আটশ মেট্রিক টন কয়লার প্রয়োজন। তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান মজুদ প্রায় ছয় হাজার টন কয়লা।

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত ৮ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন শুরু পর প্রতিদিন দুই হাজার থেকে ২২’শ টন কয়লা খনি থেকে পাওয়া যাচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কয়লার মজুদ বাড়লে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি চালু করা হবে। ওই দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট।

কোন মন্তব্য নেই