বছরের বাকী সময় ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণের সুযোগ! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বছরের বাকী সময় ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণের সুযোগ!

এবার বিশ্বকাপ জেতা হলো না; একটু ছুঁয়ে দেখি- ফিফা প্রেসিডেন্টকে এমনটাই বলছিলেন ভ্লাদিমির পুতিন? ছবি : এএফপি


রাশিয়া বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস বারবার বোমা হামলার হুমকি দিচ্ছিল। ইংল্যান্ডের ক্ষ্যাপাটে সমর্থকদের নিয়ে বেশ শংকা ছিল আয়োজকদের। শেষ পর্যন্ত বড় কিংবা মাঝারি কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শেষ হয়ে গেল বিশ্বকাপের ২১তম আসর। বিশ্বকাপ ফাইনালের পর রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন বলেছেন, সাফল্যের সঙ্গে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পেরে তিনি ও তার দেশ ভীষণ গর্বিত।

একটি টিভি সাক্ষাত্‍কারে পুতিন বলেছেন, 'যেভাবে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি, তাতে গর্বিত না হওয়ার কোনো কারণ নেই। এই সবই আমরা করেছি আমাদের সমর্থকদের জন্যে, প্রত্যেক রাশিয়ানের জন্যে, এবং বিশ্বের সেই সব মানুষের জন্যে যারা খেলাকে মন থেকে ভালোবাসেন।'



যে সব বিদেশিরা খেলা দেখতে রাশিয়া এসেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, 'ফুটবলপ্রেমীরা শুধু যে খেলা ও ফুটবলের প্রতি ভালোবাসা দেখালেন তা নয়, বরং তারা দেখিয়ে দিলেন কীভাবে বিনা হিংসায় মিলেমিশে ভালো কিছু উপভোগ করা যায়।'

উচ্ছসিত রুশ প্রেসিডেন্ট তাই ফুটবল ভক্তদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। যাদের কাছে 'ফ্যান আইডি' কার্ড আছে, তারা ২০১৮ সালে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন। অবাধে ঘুরতে পারবেন পুরো রাশিয়া। এই ফ্যান আইডি কার্ডের মেয়াদ শেষ হবে আগামী ২৫ জুলাই। কিন্তু সেই মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ফ্যান আইডি কার্ড দেখিয়ে যতবার ইচ্ছা ততবার রাশিয়া যাওয়া যাবে।



সূত্র

কোন মন্তব্য নেই